PURI//BARKUL//CHILKA_ BENGALI_ TRAVEL GUIDE//SUBRATA BARDHAN// FMT- 64.

PURI//BARKUL//CHILKA_ BENGALI_ TRAVEL GUIDE//SUBRATA BARDHAN// FMT- 64.

PURI//BARKUL//CHILKA_ BENGALI_ TRAVEL GUIDE//SUBRATA BARDHAN// FMT- 64.পুরী:- সমস্ত বাঙ্গালী, উরিষ্যা ও ভারত বাসীরকাছে একটি পরিচিত সমুদ্র সৈকত। মন্দির নগরিও বটে। বাঙ্গালী রাতো ভ্রমণের আদ্য অক্ষর দীপুকে কেনা জানেন।দীঘা, পুরি ও দার্জিলিং আজ আমরা যাবো উড়িষ্যার সমূদ্র সৈকত পুরী ও পাশের গেঞ্জাম ডিস্ট্রিক্টের চিল্কা হ্রদে মনোরম পরিবেশে বারকুল। পুরী যাবার উপযুক্ত সময় শীতকাল ও রথের সময়। যাবার অনেক ট্রেনে থাকলেও শ্রেষ্ঠ ট্রেন পুরী এক্সপ্রেসে হাওড় থেকে 10.30মিনিটে পরদিন সকল 6.25মিনিটে। অটো বা এসিউভি গাড়ীতে 200/-300/-টাকায় পৌছে যান সমুদ্র সৈকতে। অনেক হোটেল ও হোম স্টে আছে। বাজেট ও পছন্দ মতো একটি তে উঠে পরুন। ঐদিন সমুদ্র সৈকতে বিকেল টা কাটান ও নানান পসরা সাজিয়ে বসেন সেই সমস্ত দেখুন। পরদিন অটো করে ঘুরে নিন সোনার গৌরাঙ্গ, জগন্নাথ দেবের মাসি ও পিসির বারি, সাক্ষীগোপাল, পুরীর মন্দির।
তাঁরপর দিন চলেযান কনডাকটেট টুরে সারাদিনে ঘুরে নিন স্বর্ণালঙ্কার বিচ,কনারাকের সূর্য মন্দির,উদয়গিরি, খন্ডোগিরি, ও নন্দনকানন ও আর কিছু পয়েন্ট।
এরপর দিন পুরী ছেরে লোকাল ট্রেনে চলে আসুন খুদা রোড তারপর এখান থেকে ট্রেনে 45মিনিটে পৌঁছান বালুগাও। আর একটি ট্রেন আছে কিন্তু 4ঘণ্টা লেগেজাবে প্যাসেঞ্জার ট্রেন। ঐ খান থেকে রিজার্ভ অটো করে পৌঁছে যান চিল্কার তিন কোনে তিনটি পস্ট বারিকুলের পান্থ নিবাসে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্হিত বারিকুল হ্রদ। এখানে ওয়াটার স্পোর্টস ও ব্যাবস্থা আছে। এবং নানান ধরনের নৌকো ব্যাবস্থা আছে। নানান দ্বীপে নিয়ে যান। শীত কালে অনেক পরিযায়ী পাখির দেখা মেলে।সমুদ্রে ডলফিনের ও দেখা মেলা অস্বাভাবিক কিছু নয়। এখন থেকে 19কিমি দূরে আর একটি কোনে অবস্থিত রম্ভা এর প্রাকৃতিক শোভা অসাধারণ। এখানে ও ওয়াটার স্পোর্টস খুবই ভালো শুনেছি। তবে সময় অভাবে আমাদের যাওয়া হয়ে ওঠেনি।
এইখানে এক দুদিন কাটিয়ে সন্ধ্যা র বালুগাও থেকে মাদ্রাস মেলে করে পরদিন হাওড় এসে পৌঁছান।

kaynak

Bu video orijinal YoutTube API’si ile, video ayarlarından paylaşım izni verildiği için çekilmiştir. Ayalardan izni iptal ederseniz video bu sayfadan da kalkacaktır. gezimon

“PURI//BARKUL//CHILKA_ BENGALI_ TRAVEL GUIDE//SUBRATA BARDHAN// FMT- 64.” hakkında 9 yorum

  1. একটু ডিটেলস বিবরণ থাকলে ভালো হতো মানে বারাকুলে কিভাবে যাবো পুরী থেকে ও ঐখানে কিভাবে ঘর বুক করা হয় ইত্যাদি।

Bir cevap yazın

E-posta hesabınız yayımlanmayacak. Gerekli alanlar * ile işaretlenmişlerdir

Enter Captcha Here : *

Reload Image